Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

বাসে ছাত্রী লাঞ্চিত হওয়ার ঘটনায় চবিতে মানববন্ধন

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ৫:৪৫ পিএম

বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক ছাত্রী ৩ নং বাসে বিশ্¦বিদ্যালয় থেকে নগরীতে যাওয়ার পথে হেলপার ও চালক দ্বারা শারীরিক লাঞ্ছনার শিকার হন। এর প্রতিবাদে আজ (শুক্রুবার) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মানববন্ধন করে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। যদি প্রশাসন এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে না পারে তবে আমরা সাধারন শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী দৈনিক ইনকিলাবকে বলেন, এ ব্যাপারে ভিসি স্যার পুলিশ কমিশানারের সাথে কথা বলেছেন। ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ওই ছাত্রীর বাবার সাথে আমার কথা হয়েছে। তদন্তের সার্থে সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ এপ্রিল) অর্থনীতি বিভাগের এক ছাত্রী বাসায় যাওয়ার জন্য ৩ নং গাড়িতে ওঠেন। গাড়িটি নগরীর কাজীর দেউড়ি থাকাকালীন সময় খালি হয়ে যায়। তখন বাসের চালক ও হেলপার নির্দিষ্ট গন্তব্যস্থল নিউমার্কেটের দিকে না যেয়ে অন্যদিকে যাওয়া শুরু করে। এসময় ওই ছাত্রী বাসচালকের কাছে অন্য পথে যাওয়ার কারণ জানতে চাইলে চালক ও হেলপার তাকে শারীরির নির্যাতনের চেষ্টা করে। এক পর্যায়ে ওড়না দিয়ে ছাত্রীর গলা পেঁচিয়ে ধরে বাসের হেলপার। তবে মোবাইল দিয়ে হেলপারের মাথায় আঘাত করে চলন্ত অবস্তায় গাড়ি থেকে লাফ দেয় ওই ছাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ