বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কে ব্যাটারি চালিত ও থ্রি-হুইলার গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে দুর্ঘটনা বেড়ে গেছে। আর গাড়ি চালকদের সচেতনতার অভাবই সড়ক দুর্ঘটনার কারণ।
একইসঙ্গে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরো নিয়ন্ত্রিত হতে হবে এবং বেশী করে ট্রেনিংয়ের ব্যবস্থা নিতে হবে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌর ও হলদিয়া এলাকায় পৃথক দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মুন্সীগঞ্জের জনগণের আনন্দের সংবাদ খুব শীঘ্রই ১শত ৬০কোটি টাকা ব্যায়ে আরো ২১টি আঞ্চলিক সেতু এ জেলায় হবে। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পদ্মা সেতুর কাজ পুরো দমে চলছে। ৩৪% কাজ সমাপ্ত হয়েছে। ১১টি পাইলিং এর কাজ শেষ হয়েছে।
এ সময় মন্ত্রী জানান, মুন্সীগঞ্জ-লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়কের এই সেতু ২টি নির্মাণ খরচ ধরা হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা।
সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, শ্রীনগর সার্কেল পুলিশের এএসপি শামসুজ্জামান বাবু ও মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।