Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক পরিবহন আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মালিকপক্ষের আপত্তি খতিয়ে দেখা হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ২:০১ এএম


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকার দ্রæত সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন করতে চায়। এর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসা হবে। পরিবহন মালিকপক্ষ আইনের অনেকগুলো বিষয়ে আপত্তি জানিয়েছে। তাদের আপত্তিগুলো যৌক্তিক কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, সড়ক পরিবহন আইনটি সংসদে পাশ হওয়ার পর পরিবহন মালিকরা আপত্তি জানান। সে সময় তাদের আপত্তি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং রেলমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। গতকাল সেই কমিটি বৈঠকে বসে।
আইনের বাস্তবায়নে বিলম্বের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি আমার মন্ত্রণালয়ের বিষয় নয়। সংশ্লিষ্টরা এর জন্য কাজ করছেন। পাশ হওয়া আইনের সংশোধন-পরিমার্জন নিয়ে মন্ত্রী বলেন, তাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, তাহলে বিধির মাধ্যমে তা সংশোধন করা হবে। এ লক্ষ্যেই আইনের বিধি তৈরির কাজ চলছে।
মালিকপক্ষের আপত্তি নিয়ে তিনি বলেন, তাদের অনেকগুলো দাবি রয়েছে। এর মধ্যে চালকদের অপরাধ জামিনযোগ্য করা, চালকের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নমনীয় করা। এছাড়া চালকদের অপরাধ প্রমাণ হলেও মৃত্যুদÐের যে বিধান রয়েছে সেটি পরিবর্তন করতে হবে। বর্তমানে দেশে ৩৮ লাখ গাড়ি ও ২২ লাখ চালক রয়েছে। এ অবস্থায় দক্ষ চালক গড়ে তোলার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানান মন্ত্রী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ