বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : সৈয়দপুরে এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ২ শিশু নিহত হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। রবিবার দিবাগত রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে, সন্ধ্যায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় তারা।
নিহতরা হলো- কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কামারপাড়ার ললিত চন্দ্রের ছেলে ধীমান (৫) ও অশ্বিনী চন্দ্রের মেয়ে বীথি রানী (৪)।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল চৌধুরী জানান, দুই শিশু সন্ধ্যায় বাড়ির সঙ্গে লাগোয়া ঠেলাপীর-হাজারীহাট পাকা সড়ক পার হচ্ছিল। এসময় একটি অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাদের প্রথমে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ১২টার দিকে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, অটোরিকশার বেপরোয়াভাবে চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এরপর স্থানীয়রা অটোরিকশাটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।