বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) এলাকায় সকলকে সতর্কতার সাথে চলাচল ও ঘুরাফেরা করার অনুরোধ জানিয়েছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া, এদিন বিশ^বিদ্যালয় এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিং করার ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকলের প্রতি এই আহবান জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ^বিদ্যালয় এলাকায় মেট্রোরেল নির্মাণকাজ সহ বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। সেজন্য রাস্তায় খোঁড়াখুড়িসহ নানা ধরনের নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। এর ফলে শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা খুবই সরু হয়ে গেছে। তাই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসবেন, তাদের সকলকে সতর্কতার সাথে চলাচল ও ঘুরাফেরা করতে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
বাংলা নববর্ষ-১৪২৬ উদ্যাপন উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এদিন সকাল ৮টায় কলাভবন বটতলায় ঢাবি সংগীত বিভাগের উদ্যোগে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় সংগীত পরিবেশিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি থাকবেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।