Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ৮ নেতা বহিষ্কার

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মীর্জা শামীমা আক্তার শিফাসহ ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ সভাপতি জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।
এর আগে শনিবার তাদের দল থেকে বহিষ্কারের জন্য মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপি ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ টাঙ্গাইল জেলা কমিটি বরাবর সুপারিশ পত্র পাঠান।
বহিষ্কৃত অন্যরা হলেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের আরেক সহ-সভাপতি বাঁশতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নুরু, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম বদরুল আলম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম সানোয়ার হোসেন, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. সুরুজ আল মামুন ও মহেড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাহাদৎ হোসেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ আগামী ২৮ মে পঞ্চম ধাপে এ উপজেলার ১৪টি ইউনিয়নের ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় শেষ না হওয়ায় অন্য ৬ টিতে এখনই নির্বাচন হচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ