Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈলকূপায় বাসচাপায় পথচারী নিহত

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মদনডাঙ্গা বাজারে রোববার সকালে বাস চাপায় মহসিন আলী মোল্লা (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি একই উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। শৈলকূপা থানার সেকেন্ড অফিসার ইকবাল হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে মহসিন আলী মদনডাঙ্গা বাজার তেকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তিনি বাজারের মিল থেকে চালের গুড়া নিয়ে বাড়ি ফিরছিলেন। মদনডাঙ্গা বাজারের স্পিডব্রেকারের কাছে পৌঁছালে ঝিনাইদহগামী গড়াই পরিবহণে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানান সেকেন্ড অফিসার ইকবাল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ