Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে আইএফআইসি ব্যাংক থেকে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে রোববার আইএফআইসি ব্যাংকের নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসমাইল ঝিনাইদহ শহরের মডার্নপাড়ার আজহার আলী শেখের ছেলে। আইএফআইসি ব্যাংকের কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে ব্যাংকের ফটক বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। বেলা ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে তালা ভেঙ্গে দেখা যায় গার্ড ইসমাইল হোসেনের মৃতদেহ মেঝেতে পড়ে আছে। তবে ব্যাংকের ভোল্টসহ সব কিছুই ঠিকঠাক আছে বলে ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর জানান। আইএফআইসি ব্যাংকের সেকেন্ড অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, তারা রোববার সকালে ব্যাংকে এসে নিরাপত্তা রক্ষীকে ডাকতে। কিন্তু তার কোন সাড়া পাওয়া যাচ্ছিলো না। দরজার ফাঁক দিয়ে দেখা যায় সে চেয়ারের উপর পড়ে আছে। পরে পুলিশের সহযোগিতায় দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ব্যাংকের দরজা ভেতর থেকে লাগানো ছিল। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যেতে পারে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, তিনি খবর পেয়ে ব্যাংকের প্রধান ফটকের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। লাশটি খালি গায়ে মেঝের উপর পড়ে ছিল। তবে এটি হত্যা না হার্ট অ্যাটাকে মৃত্যু তা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তিনি জানান, ব্যাংক থেকে কোন কিছু খোয়া যাওয়ার বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করে জানাতে পারেনি। উল্লেখ্য ২০১৩ সালের ১৮ অক্টোবর ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার নিরাপত্তা প্রহরী আইয়ুব হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা ৭২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এখনো সেই টাকা উদ্ধার হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ