বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স না থাকলেও লাস্ট মাইল সংযোগের নামে দেশের বিভিন্ন জেলায় অপটিক্যাল ফাইবার বসাতে চায় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। যদিও ইতোপূর্বেও প্রতিষ্ঠানটিকে অবৈধভাবে ফাইবার স্থাপন ও সংযোগ গ্রহণের কারণে জারিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। এরপরও নতুন করে প্রায় ২ হাজার ২শ’ কিলোমিটার ফাইবার সংযোগ স্থাপনের জন্য একটি প্রোপোজাল (প্রস্তাবনা) তৈরি করেছে রবি। রবির তৈরি করা ওই প্রস্তাবনায় জেলার নাম, কোন স্থান থেকে কোন স্থানে ফাইবার বসানো হবে এবং ওই এলাকার বিদ্যমান স্থাপনার বিস্তারিত নকশা তুলে ধরা হয়। এই প্রস্তাবনার একটি কপি ইনকিলাবের কাছে রয়েছে।
সারাদেশকে ইন্টারনেটের আওতায় আনতে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স দিয়েছে সরকার। ৫টি কোম্পানিকে তথ্য-প্রযুক্তির মহাসড়ক নির্মাণের দায়িত্ব দেয়া হয়। এর মধ্যে তিনটি সরকারি প্রতিষ্ঠান (বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি-বিটিসিএল ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবি) এবং বেসরকারি দুটি প্রতিষ্ঠান (ফাইবার এট হোম ও সামিট কমিউনিকেশন্স)। লাইসেন্সের নীতিমালা অনুযায়ী এনটিটিএন অপারেটররাই সারাদেশে অপটিক্যাল ফাইবার স্থাপন করতে পারবে। এসব প্রতিষ্ঠান গ্রাহকদের দোরগোড়া পর্যন্ত সংযোগ পৌঁছে দেবে। এনটিটিএন লাইসেন্স ব্যতীত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপন, স¤প্রসারণ ও রক্ষণাবেক্ষণ করতে পারবে না।
অথচ লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের কাছ থেকে এনটিটিএন সেবা নেয়া, অবৈধভাবে সেবা নেয়ায় জরিমানা, সুযোগ না থাকলেও অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য তৃতীয় পক্ষকে কাজ দেয়া, অপটিক্যাল ফাইবার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিমালা লঙ্ঘন করে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিঃ (বিটিসিএল) এর সাথে চুক্তিসহ নানা কারণেই বারবার আলোচনায় এসেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। গতবছরের সেপ্টেম্বরে লাইসেন্স না থাকা বাংলাফোনের কাছ থেকে এনটিটিএন সেবা নেয়ায় মোবাইল ফোন অপারেটর রবিকে ৫০ কোটি টাকা জরিমানা করে বিটিআরসি। এই একই বিষয়ে গতবছরের জুলাইয়ে জরিমানা করে রবিকে চিঠি দিয়েছিল কমিশন। ২০১৭ সালের ডিসেম্বরে চট্টগ্রামের ষোলকবহর, মুরাদপুর, গেইট নং-২, ঈদগাহ কাঁচারোড স্থানে রবির অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে রবির পক্ষে অনুমোতি চায় হামিদা ট্রেডার্স। এছাড়া বিটিআরসির পক্ষ থেকে চিঠি দিয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে এক্সেস নেটওয়ার্ক সার্ভিস (এএনএস) প্রোভাইডারদের এনটিটিএন লাইসেন্স দেয়া হবে না এবং লাস্ট মাইল সেবা দিতে পারবেনা। কিন্তু এরপরও সারাদেশে প্রায় ২২শ’ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপনের পরিকল্পনা করছে রবি।
রবির পক্ষ থেকে অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য তৈরি করা একটি প্রোপোজাল থেকে দেখা যায়, অপারেটরটি চট্টগ্রাম, ফরিদপুর, ল²ীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, টাঙ্গাইল, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চাঁদপুর, জামালপুর, কিশোরগঞ্জ, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটিতে নতুন ফাইবার বসাতে চায়। এসব জেলায় কোথায় কত মিটার বসানো হবে তাও উল্লেখ করা হয়। প্রজেক্ট এর সাথে সংশ্লিষ্ট এমন একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উল্লেখিত এলাকায় প্রায় দুই হাজার ২শ’ কিলোমিটার ফাইবার বসানোর জন্য একটি প্রকল্প তৈরি করেছে রবি। লাস্ট মাইল সংযোগ হিসেবে এসব ফাইবার বসাতে চায় অপারেটরটি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১২৬ কিমি, চাঁদপুরে ১১৩ কিমি, চট্টগ্রামে ২৬৭ কিমি, ঢাকায় ৪ কিমি, ফরিদপুরে ২০৮ কিমি, গোপালগঞ্জে ২০কিমি, ল²ীপুরে ১২৮ কিমি, রাজবাড়ীতে ১০৬ কিমি, টাঙ্গাইলে ৯৬ কিমি, সিলেটে দশমিক ৫ কিমি, ময়মনসিংহে ১০২ কিমি, মৌলভীবাজারে ১৮২ কিমি, কিশোরগঞ্জে ৬২ কিমি, জামালপুরে ১০৫ কিমি, হবিগঞ্জে ৮৭ কিমি, কুমিল্লায় ১৩৮কিমি, ফেনীতে ১০৫ কিমি, কক্সবাজারে ২০৭ কিমি, বান্দরবানে ৩৪কিমি, খাগড়াছড়িতে ৫০ কিমি, নোয়াখালীতে ২৮ কিমি, রাঙ্গামাটিতে ৭০ কিমি। যদিও ২০১৭ সালের ৫ জুলাই বিটিআরসির পক্ষ থেকে রবিকে একটি চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয় এনটিটিএন লাইসেন্স গাইডলাইন ও ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইন অনুয়ায়ি রবি আজিয়াটার অপটিক্যাল ফাইবার লিংক স্থাপন এবং লাস্ট মাইল নামেও কোন ফাইবার বসানোর সুযোগ নেই।
তবে রবির নতুন ফাইবার স্থাপনের জন্য যে প্রোপোজাল তৈরি করা হয়েছে সেটি থেকে জানা যায়, লাস্ট মাইল সংযোগ দেখিয়ে বিভিন্ন জেলায় এক সাইট থেকে আরেকটি সাইটে ফাইবার স্থাপনের কথা বলা হয়েছে। এর কোনটি ৮কিমি, ৬, ৫, ৩, ২ কিমি। এছাড়া ছোট দৈর্ঘ্যরে অসংখ্য ফাইবার স্থাপনের ডিজাইন তৈরি করেছে রবি। তাদের তৈরি করা প্রোপোজালে দেখা যায়, প্রথমে সাইট কোড, এরপর সাইটের নাম, এক সাইট থেকে অপর সাইটের দূরত্ব, বিটিসিএল থেকে যেটি নেয়া হচ্ছে এবং নিজেদের লাস্ট মাইল নামে যেটি করা হবে তার দূরত্ব এবং কোন জেলায় করা হচ্ছে সেটি উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিটি সাইটের আবার পৃথকভাবে ডিজাইন তৈরি করা হয়েছে। এসব ডিজাইনের প্রথমে দেয়া হয়েছে লিংকের নাম- যেমন ষোলশহর রেলওয়ে টু মুরাদপুর, ভাটিয়াপাড়া রেলওয়ে টু পিঙ্গলিয়া কাশিয়ানী ইত্যাদি। এরপর নিচে যে স্থানে ফাইবার স্থাপন করা হবে তার নকশা, সেই এলাকায় বিদ্যমান স্থাপনা, রবিসহ অন্যদের বিদ্যমান ফাইবারসহ অন্যান্য দোকান-পাট, ভবন, রেলগেট ইত্যাদি উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে রবির সাথে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক কোন বক্তব্য প্রদান করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।