Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তা দখল করে হকারদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:২২ এএম

ফুটপাথে মানুষের চলাচল বন্ধ করে এসব ফুটপাথে অবৈধ দোকান বসানোর দাবিতে মতিঝিলের মতো ব্যস্ততম এলাকার রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে হকাররা। গতকাল বুধবার মতিঝিল শাপলা চত্বরের সামনের রাস্তা বন্ধ করে তারা এ বিক্ষোভ করেন। হকাররা পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদের প্রতিবাদ জানান।
এদিকে, মতিঝিলের মতো ব্যস্ততম এলাকার রাস্তা বন্ধ করে বিক্ষোভ করায় রাজধানীর ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর এবং ফকিরাপুল থেকে মতিঝিলগামী রাস্তায় সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মতিঝিলসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ নগরবাসী।
বিক্ষুব্ধ নগরবাসীরা বলেন, ফুটপাথ দখলের মতো অনায্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায় না। রাস্তা বন্ধ থাকায় নির্দিষ্ট গন্তব্যে যেতে না পেরে যাত্রীসহ সাধারণ মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেন।
আন্দোলনে অংশ নেয়া হকার নেতারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। হকার ব্যবস্থাপনার জাতীয় নীতিমালা প্রণয়নসহ গতকাল বুধবার দুপুর থেকেই তাদেরকে ফুটপাথের এক তৃতীয়াংশে বসতে দেওয়ার দাবি জানান।
মতিঝিলে বেসরকারি চাকুরে শারমিন মুক্তি বলেন, হকাররা কোন আইন কানুনের তোয়াক্কা না করে বছরের পর বছর ফুটপাথগুলো দখল করে অবৈধভাবে দোকানদারি করে যাচ্ছে। এ কারণে সাধারণ নগরবাসীকে বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ও প্রাণহানির শিকার হচ্ছেন। তিনি রাজধানী থেকে স্থায়ীভাবে হকার উচ্ছেদের দাবি জানান।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফুটপাথ থেকে হকার উচ্ছেদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়। এরপর থেকে হকাররা অবৈধ দাবিতে আন্দোলন করে যাচ্ছে। যদিও হকার উচ্ছেদে সাধুবাদ জানিয়েছে নগরবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ