বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর হলরুমে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১১ টায় বিএসএফের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি কর্মকর্তারা গার্ড অব অনারসহ তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এসময় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফিন বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধি দলের এবং শিলিগুড়ি সেক্টর কমান্ডার শ্রী অজিত কুমার বিএসএফের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভায় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিনু নবী চৌধুরী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ, বিএসএফের ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী কে উমেশ, ১৫৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী মনিষ চন্দ্র সভায় উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।