Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে বন্য শুকরের তাণ্ডব : ক্ষতিগ্রস্ত আনারস চাষী

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৪:১৯ পিএম

বন্য শুকরের তাণ্ডবে ব্যাপক ফসলহানীর ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলার কয়েক গ্রামের শতাধিক কৃষক।
জানা যায় সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর, গোয়ালাবাড়ী ও সোনাপুর এলাকায় অবস্থিত আনারস বাগান রাতের আধাঁরে বন্য শুকরের তান্ডব চালায়। এতে বাগানের অধিকাংশ আনারস ধরা গাছ ক্ষতিগ্রস্থ হয়। শুধু আনারস নয় ওই এলাকার কাঠাল, আমন ধান, কলা বাগান, লেবু বাগান এবং শীতকালীন শাক সবজির ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চল বর্ষিজোড়া ইকোপার্ক থেকে ছুটে আসা বন্য শুকরের দল। এতে করে ঐ তিন গ্রামের বাসিন্দারা রাতভর বাগান পাহারা দিয়েও ফসল রক্ষা করতে পারছেন না।

সরেজমিন গিয়ে দেখা যায় জগন্নাথপুর গ্রামের কাশেম মিয়ার মালিকানাধিন আনারস বাগানের পুরো অংশ জুড়ে বন্য শুকরের তান্ডবের চিত্র। কাশেম মিয়া ছাড়াও একই গ্রামের সাবেক মেম্বার ইমরান আহমদ , রসিদ মিয়া, মনির মিয়া, কাশেম মিয়া, বাবুল মিয়া, মঞ্জুর মিয়ার আনারস বাগানের চারা উপরে ফেলে মাটির সাথে একাকার হয়ে গেছে। শুধু চারা উপরে ফেলেই ক্ষ্যান্ত হয়নি, সারি সারি আনারসের গাছগুলিতে গজিয়ে উঠা আনারসের ফুল ও খোসা পর্যন্ত উঠিয়ে নিয়ে যাচ্ছে। এসব বাগান গুলিতে কৃষকরা নতুন মৌসুমে ব্যাপক আনারস ফলনের আশায় আগে থেকেই শ্রমিক যুক্ত করে অনেক অর্থ বিনিয়োগ করেন। তবে রাতের অন্ধকারে দলবেঁধে বন্য শুকরের এই তান্ডবে তাদের সপ্ন দুঃসপ্নে পরিণত হয়। দেখা যায় প্রতিটি বাগানে কৃষকরা বন্য শুকরের আক্রমন থেকে রক্ষায় কাটা তারের বেড়া দিয়েও আনারস, লেবু বাগান,আমন ক্ষেত ও শীতকালীন সাক সবজি রক্ষা করতে পারছেন না। এতে করে এসব এলাকার কৃষকরা অর্থ আর শ্রম বিনিয়োগ করেও চুরান্ত ভাবে হতাশ হচ্ছেন।

এদিকে দীর্ঘদিন যাবত বন্য শুকরের তান্ডবের ফলে ফসল রক্ষার আশা ছেড়ে দিয়ে ঐ তিন গ্রামের স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকরা জেলা প্রশাসক বরাবর তাদের ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০১৮ সালের ১০ ডিসেম্বর একটি আবেদন করেন ( ১৬২১(১) নং স্মারক নাম্বার)। আবেদনটিতে ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ও ৬ নং ওয়ার্ডের সদস্য ওয়াছির মিয়ার অনুমোদন সহ শতাধিক কৃষকের স্বাক্ষর রয়েছে। তবে আবেদনের চার মাস অতিক্রম হলেও এখন পর্যন্ত এব্যাপারে কার্যকর কোন প্রদক্ষেপ নেয়া হয়নি।

স্থানীয় লেবু বাগান মালিক সাবেক ইউপি সদস্য ইমরান আহমদ বলেন আমার বাগানের সবগুলো লেবু গাছ ও আনারসের ছাড়া নষ্ট করে ফেলছে বন্য শুকর। তিনি আরো বলেন অনেক চেষ্টা করে বাগানের চারপাশে কাটাতারের বেড়া দিয়েও কাজ হচ্ছেনা। এ সময় তিনি ফসল রক্ষায় বন বিভাগের সহায়তা কামনা করেন।
সূত্রে জানা যায় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে আবেদনটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠানো হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন বন্য শুকরের আক্রমনে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি জেনেছি, এবিষয়ে প্রদক্ষেপ নিতে বন বিভাগের সাথে কথা বলবো।

এ বিষয়ে জানতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) আবু মোছা শামসুল মোহিত চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে কোন আবেদনের বিষয়টি আমার জানা নেই। তিনি বলেন বন্য শুকরের হাত থেকে ফসল রক্ষায় তাদের নিজেদেরই ব্যবস্থা নিতে হবে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌলভীবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ