Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষকের নির্যাতনে ছাত্রী হাসপাতালে

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:২৭ এএম

গোপালগঞ্জে শিক্ষকের শারীরিক নির্যাতনের শিকার হয়ে বৈশাখী বালা (১৩) নামে এক ছাত্রী হাসপতালে ভর্তি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাকে নির্যাতন করেছে বলে ছাত্রীর মা পুতুল বালা অভিযোগ করেছেন। গত সোমবার সকালে মুকসুদপুর উপজেলার কালিনগর উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে । এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মনিমোহন মন্ডল বিষয়টি মিমাংসা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্যাতনের শিকার স্কুলছাত্রী বৈশাখীর মা পুতুল বালা বলেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিধান বিশ্বাস আমার মেয়েকে প্রাইভেট পড়াতে চেয়েছিলো। কিন্তু আমরা তার কাছে প্রাইভেট পড়াতে পাঠাইনি। এ কারণে ওই শিক্ষক আমার মেয়ের ওপর নাখোশ ছিলেন। শিক্ষক আসতে দেরি করায় তারা শ্রেণি কক্ষের দরজার কাছে দাড়িয়ে দুষ্টুমি করছিলো। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিধান বিশ্বাস অন্য শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছিলেন। হঠাৎ বিধান বিশ্বাস ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের চুলের মুঠি ধরে এলোপাথারি চর থাপ্পর মারেন। এতে আমার মেয়ের ডান কানের গোড়ালী ফুঁলে ওঠে। তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এখন সে কানে কম শুনছে। আমার মেয়ে ওই শিক্ষকের আতঙ্কে এখন স্কুলে যেতে চাইছেনা। শুধুই কান্নাকাটি করছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই।
অভিযুক্ত শিক্ষক বিধান বিশ্বাস বলেন, দুষ্টুমি করতে করতে স্কুলের দরজা ভেঙে ফেলায় তাকে একটি চর মেরেছি মাত্র। প্রাইভেট পড়ানোর বিষয়টি তিনি কৌশলে অস্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ