Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল পর্যায়ে বেহায়াপনা বন্ধ করুন

বিবৃতিতে মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:২৭ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গতকাল এক বিবৃতিতে বলেছেন, দেশের সাড়ে তিনশ’ স্কুলে কোমলমতি ছাত্র-ছাত্রীদের এক সাথে বসিয়ে যৌনশিক্ষা দিয়ে লজ্জাবোধ, নৈতিকতা, পরিবার ও সমাজ ব্যবস্থা ভেঙে দেয়ার গভীর ষড়যন্ত্র। তারা এভাবে ভবিষ্যৎ প্রজন্মকে লজ্জাহীন করে ভোগবাদী বানাতে চায়।
তিনি বলেন, গত ২৬ মার্চ বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, দেশের ৩৫০টি স্কুলে ‘জেমস’ নামের দুই বছর মেয়াদী এই বিশেষ কোর্সটি চালু আছে গত পাঁচ বছর ধরে। ২০১৪ সালে জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল-ইউএনএফপিএ-এর অর্থায়নে এটা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চালুকরা এই প্রোগ্রামে অচিরেই আরও দুইশো স্কুলকে যুক্ত করা হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে চালুকরা এই কোর্সটির ধরন সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা দেশের বিদ্যালয়ে পড়ানো সেক্স এডুকেশনের আদলে এ শিক্ষা দেওয়া হচ্ছে।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, এর মাধ্যমে একটি ইসলাম বিদ্বেষী গোষ্ঠী সংখ্যাগরিষ্ট মুসলিম বাংলাদেশটিকে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে মুসলিম জাতি সত্ত¡ার পরিচয় মুছে ফেলতে চায়। পাশ্চাত্যের সংস্কৃতি আমদানী করে অশ্লীলতা ও বেহায়াপনা চালু করে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মুল্যবোধ ধ্বংস করে দিচ্ছে তারা।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, অবিলম্বে স্কুল পর্যায় থেকে আমাদের ধর্ম, সমাজ ও সংস্কৃতি বিরোধী যৌন শিক্ষার নামে বেহায়াপনা বন্ধ করতে হবে। স্কুলে যদি যৌনবিষয়ক এই শিক্ষা চালু থাকে ছাত্র-ছাত্রীদেরকে সেদিকে আগ্রহী করে তুলবে এবং অবাধ যৌন মিলনে ইন্ধন যোগাবে। আর এতে করে আমাদের পরিবার ও সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে।
মাওলানা ইসলামাবাদী সরকারের উদ্দেশ্যে বলেন, ধর্ম, সমাজ ও নৈতিকতা বিরোধী এই শিক্ষা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বন্ধ করুন। অন্যথায় আলেমসমাজ ধর্মপ্রাণ জনসাধারণকে সাথে নিয়ে পরিবার ও সমাজ রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজম্মের চরিত্র ও সামাজিক মুল্যবোধ রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ