Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে ভূমি সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর উপলক্ষে প্রেস ব্রিফিং

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:২৭ এএম

জনগণের মাঝে ভূমি সেবা, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে আগামী ১০-১৬ এপ্রিল পর্যন্ত ভ‚মি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলাকে সামনে রেখে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।
গতকাল মঙ্গবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভ‚মি সেবা ও ভ‚মি উন্নয়ন কর বিষয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম সাংবাদিকদের ব্রিফিং দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ ইলেট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।
জেলা প্রশাসক সেলিম বলেন বর্তমান সরকার সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে ভ‚মি সংক্রান্ত দ্ব›দ্ব নিরসনের জন্য নানা কর্মসূচী গ্রহণ করেছেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় ভ‚মি বিষয়ে সেবা প্রদানের জন্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ