বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগ এলাকা পথকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলোÑ লিটন (৩৫), রিপন (৪২), ইমাম (৪৭), আনসার আলী (৪৮) ও মনির (৪৫)। গতকাল মঙ্গলবার সকালে হাজারীবাগের সিকদার মেডিক্যাল কলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিদ্দীন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিকদার মেডিকেল কলেজ এলাকায় আভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি গাড়ি, শুটারগান, রাম-দা, চাপাতি, চাইনিজ কুড়াল, ৬টি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাজধানীসহ আশপাশের এলাকায় ছিলনতাই ও ডাকাতি করার কথা স্বীকার করেছে। এর আগে তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় গাড়ি ডাকাতির একটি মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।