Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুব সমাজই দেশ গড়ার প্রধান হাতিয়ার

মুফতী সৈয়দ ফয়জুল করীম

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সমাজের প্রাণশক্তি যুবকদেরকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত হয়ে সত্য ও সুন্দরের পথে ফিরে আসতে হবে। তিনি বলেন, যুব সমাজই হল দেশ গড়ার প্রধান হাতিয়ার। আদর্শ সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অথচ সঠিক পরিকল্পনার অভাবে আমাদের দেশের কিছু যুবকরা আজ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, চোরাচালানসহ সকল ধরনের অপকর্মে লিপ্ত। এই যুব সমাজের আদর্শিক উন্নয়ন ঘটাতে পারলে আমাদের সমাজের পুরো চিত্র পাল্টে যেত। এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন দেশের যুবকদেরকে নৈতিকভাবে আদর্শবান ও চরিত্রবান করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। গতকাল সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ-সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম। জেলা সভাপতি মুহা. মুবাশশিরুল ইসলাম ত্বকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে জেলা আন্দোলন ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর অনুসরণে যুবকদের ব্যক্তি জীবন গঠন করতে পারলে তাদের মাধ্যমে দেশ ও জাতি বড় ধরনের অর্জন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সেজন্য তিনি সারা দেশের যুবকদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের প্রাণ শক্তি যুবকদের চরিত্রহননের জন্য দেশদ্রোহী শক্তি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, ইসলামী যুব আন্দোলনের প্রধান কাজ হল যুবকদের চরিত্রবান বানিয়ে তাদের অপচেষ্টা রুখে দেয়া। দেশের চালিকাশক্তি যুবকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে এবং বেকারত্ব দূর করে যুবকদের কাজে লাগাতে পারলে দেশ উন্নতির উচ্চ শিখরে আরোহণ করতে পারবে ইনশাআল্লাহ।
কনভেনশনে মুহা. মুবাশশিরুল ইসলাম ত্বকীকে সভাপতি ও ডা. মোহাম্মদ আলীকে সেক্রেটারী করে সাতক্ষীরা জেলা যুব আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হয়।
- প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ