প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জহির রায়হানের স্টপ জেনোসাইড, স্টেট ইজ এ বোর্ন কিংবা বাবুল চৌধুরীর ‘ইনোসেন্ট মিলিয়ন’ আলমগীর কবিরের ‘লিবারেশন ফাইটার্স’ সিনেমাগুলো আমাদের জাতীয় সম্পদ। সিনেমাগুলেঅর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন চিত্রসম্পাদক আবু মুসা দেবু। ঝুঁকি নিয়ে ১৯৭১ সালে যুদ্ধের সময় তিনি এ সিনেমাগুলোর চিত্রসম্পাদনা করেছিলেন। দেশের চলচ্চিত্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছেন তিনি। গুণী এই মানুষটি গত ১৫ দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে বাড়িতেই রয়েছেন। ৭৯ বছর বয়সী আবু মুসা দেবু ক্ষীণকন্ঠে জানান, গত কিছুদিন ধরে তিনি বেশ অসুস্থ। চিরচেনা এফডিসিতে নিয়মিত যেতে পারি না, প্রিয়মুখগুলোর সঙ্গে দেখা হয় না, এটা অসুখের চেয়েও বেশি যন্ত্রনাদায়ক। গলব্লাডারে পাথর, উচ্চ ডায়বেটিক, প্রস্টেটগ্রান্ড বড় হয়ে যাচ্ছে এরকম জটিল রোগ নিয়ে দেবু বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রাশিদুল হাসানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। ধীরে ধীরে তার অবস্থার অবনতি হচ্ছে। প্রবীন নির্মাতা আজিজুর রহমান বলেন, দেবু আমাদের স্বাধীনতা ইতিহাসের এক সুর্যসন্তান। তার ভালো চিকিৎসা হওয়া দরকার। আশা করছি, ওনার অতীত অবদানকে মুল্যায়ন করতে সরকার ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা দ্রত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রবীন অভনিত্রেী শবনম ও সুজাতা বলনে, আবু মুসা দেবু আমাদের চলচ্চিত্রের ইতিহাসের অংশ। একজন দেশপ্রেমিক। তার এই দুঃসময়ে সরকারসহ সবার পাশে দাঁড়ানো কর্তব্য। যা করা হোক না কেন অবশ্যই তা যেন সম্মানের সঙ্গে করা হয়। উল্লেখ্য, ১৯৪২ সালের ১০ অক্টোবর চট্টগ্রামের বনেদি হিন্দু পরিবারে জন্ম নেওয়া খ্যাতিমান এই চিত্রসম্পাদক ১৯৭৪ সালের পবিত্র শবে বরাতের রাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম নেন আবু মুসা দেবু। ১৯৬০ সালে ‘সুর্য¯স্নান’ চলচ্চিত্র সম্পাদনার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। চিত্র সম্পাদক হিসেব সুর্যকন্যা, অপবাদ, যাহা বলিব সত্য বলিব, ধীরে বহে মেঘনা, ধন্যিমেয়ে, চাষীর মেয়ে, কে তুমি তার উল্লেখ্যযোগ্য কাজ। পাশাপাশি তিনি অভিযোগ, রানী আমার নাম, মায়ের জেহাদ, আদর্শবান সিনেমাগুলো নির্মাণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।