Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মমতাজের বৈশাখের নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বৈশাখ উপলক্ষে আসছে সঙ্গীতশিল্পী মমতাজের নতুন গান। গানটির শিরোনাম ‘চলো গান তুলি বৈশাখী’। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেণ ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ। মমতাজ বলেন, এটি বাংলালিংকের বৈশাখী আয়োজন। ফুয়াদ যুক্তরাষ্ট্র থেকে সুর-সংগীত করে পাঠিয়েছেন। গানটির রেকর্ডিং হয়েছে। কথা-সুর ও সংগীত মিলিয়ে বেশ ভালো হয়েছে গানটি। ব্যক্তিগতভাবে গানটি আমার বেশ ভালো লেগেছে। গানে বেশ বিনোদন রয়েছে। সুর হয়েছে চমৎকার। গানটি দর্শক-শ্রোতাদের বৈশাখী আনন্দে ভিন্ন ভালোলাগা তৈরি করবে। দুয়েক দিনের মধ্যে গানটির ভিডিও স¤পন্ন হবে বলে মমতাজ জানান। বৈশাখ উপলক্ষে গানটি বাংলালিংকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ