Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবিসির ড্রামা সিরিজে পল্লবী শারদা

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

প্রিয়াঙ্কা চোপড়ার পর আরও একজন ভারতীয় অভিনেত্রী একটি মার্কিন টিভি সিরিজে অভিনয়ের সুযোগ পেয়েছেন। ‘বেশরম’, ‘বেগম জান’ এবং ‘হাওয়াইজাদা’ চলচ্চিত্রগুলোর অভিনেত্রী পল্লবী শারদা মাইক ভোগেলের বিপরীতে ‘ট্রায়াঙ্গল’ সিরিজের পাইলট অর্থাৎ পরীক্ষামূলক পর্বে অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন। এবিসি নেটওয়ার্কের সিরিজটির কাহিনী লিখেছেন জন হারমন ফেল্ডম্যান এবং সোনি প্রস্টিলিয়নি আর পরিচালনা করবেন ম্যাকজি। ‘ট্রায়াঙ্গল’ সিরিজটির ভিত্তি মূলত বারমুদা ট্রায়াঙ্গল। এখানে এই এলাকাটিকে মহাসাগরের অংশ নয় বরং একটি ভূমি হিসেবে দেখান হবে যেখানে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মানুষরা আটকে গেছে। তারা নিজেদের পরিচিত দুনিয়ায় ফেরারও চেষ্টা করবে। একটি পরিবার এই এলাকায় আটকে যায় এবং তারা সমমনা কিছু মানুষের সঙ্গে টিকে থাকর জন্য দল বাঁধে। পল্লবী ডেভিডের (ভোগেল) প্রেমিকা অ্যালেক্সের ভূমিকায় অভিনয় করবেন। ডেভিড তার কন্যা ন্যাটালির (স্যারা ক্যাথরিন হুক) সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করবে। আরও অভিনয় করবেন ম্যাট পাসমোর, এডউইন হজ, ম্যালোরি জ্যানসেন, লোরেনজে রিকেলমি, অমিত শাহ এবং ডায়ানা বারমুডেস। পরীক্ষামূলক পর্বটি নির্মিত হবে নিউ জিল্যান্ডে। পল্লবী অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের বিনোদন মাধ্যমে কাজ করেছেন। তিনি এখন ‘বিচাম হাউস’ এবং ‘লেস নর্টন’ নামে অস্ট্রেলিয়ার দুটি সিরিজে কাজ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ