Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই দুর্গম পাহাড়ে চলছে ৪১ বিজিবির প্রশংসনীয় কাজ

সেক্টর কমান্ডার

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

কাপ্তাই ৪১ ব্যাটালিয়ন ওয়া¹া (বিজিবি) পার্বত্যঞ্চলে দুর্গম পাহাড়ি এলাকায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সহিত প্রতিনিয়ত কাজ করে চলছে। এছাড়াও সকল ধরনের উন্নয়নমুখী ও ঝুঁকিপূর্ণ কাজ সফলতার সাথে এ ইউনিটটি কাজ করেছে। ৪১ বিজিবি কাপ্তাই ওয়া¹া জোনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদয়াপন উপলক্ষে গত সোমবার রাঙামাটির সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল খালেক, পিএসসি প্রধান অতিথি থেকে উপরোক্ত বক্তব্য রাখেন। তিনি ৩৫ পাউন্ডের একটি কেট কেটে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শহিদুল ইসলাম পিএসসি, শহীদ নৌ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম জিয়াউল হক, ৫ আর ই কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্ণেল তাহসীন বিন আলম, উপজেলা চেয়ারম্যান দিলদর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ, কেপিএম এমডি প্রকৌশলী এম এ কাদের, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুরু, চন্দ্রঘোনা অফিসার ইনচার্জ আশ্রাফ আহমেদ, উপজেলা ভাইসচেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, নূর নাহার বেগম ও মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন, সদস্য কাজী মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি/বেসরকারি কর্মকর্তা, প্রতিনিধি বিজিবি বিভিন্ন পদবীর কর্মকর্তা ও সৈনিকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ