রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৃত্যু ব্যক্তির কবর দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের নারায়নখানা গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন ডলার হালদার (১৯), প্রভাত হালদার (৫০), শাওন হালদার (২৩), প্রকাশ হালদার (২৪) ও পুতুল হালদার (৪০)। এদের মধ্যে প্রকাশ হালদারের অবস্থা আসংখাজনক হওয়ায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মোশারফ হোসেন বলেন- কয়েক দিন আগে নারায়নখানা গ্রামে হিন্দু এক মহিলাকে কবর দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে গোলমাল হয় ঐ ঘটনার জের ধরে গতকাল রাতে উভয় পক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।