Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমি অফিসে নেই খাজনা আদায় রসিদ বহি!

তালা (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় সকল ইউনিয়ন ভূমি অফিসে গত এক মাস ধরে খাজনা আদায় রশিদ বহি (দাখিলা বহি) নেই। ফলে এখানকার শ’ শ’ জমির মালিকেরা জমি-জমা ক্রয় বিক্রয় করতে না পারাসহ সব ধরনের ঋণ গ্রহনে নানান ভোগান্তির শিকার হচ্ছে। একই সাথে খাজনা আদায় বা জমিজমা রেজিস্টি কাজ বিঘ্ন ঘটায় সরকার অর্থনৈতিকভাবে দারুন ক্ষতিগ্রস্থ হচ্ছে। অথচ অত্যন্ত গুরুত্বপূর্ন এই বিষয়টি দেখার যেন কেউ নেই।
সরজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের নুর ইসলাম গাজি (৬২) ক্ষোভের সাথে জানায়, হায়াৎ মউতের কথা বলার নেই। আমার কোন পুত্র সন্তান না থাকায় জমি জায়গাটুকু মেয়েদের নামে লিখে দেবো বলে মন স্থির করেছি, যে জন্য অল্প একটু জমির চেক দাখিলা কাটার জন্য প্রায় এক মাস ধরে মাঝে মধ্যে নায়েব অফিসে হাটাহাটি করছি, কিন্ত নায়েব সাহেব বার, বার বলছেন অফিসে কোন চেক দাখিলা বই নেই। এই ধরনের অভিযোগ বহু ভূক্তভোগী জমির মালিকদের বলে জানা যায়। উপজেলার সরুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আ. আমিন খান চৌধুরী জানান, চেক-দাখিলা কাটার জন্য প্রতিদিন বেশ কিছু মানুষ অফিসে আসছে, কিন্তু খাজনা আদায় রশিদ বহি সঙ্কটের কারনে কাজ করা সম্ভব হচ্ছে না, বিষয়টি আমি শংশ্লিষ্ট উর্দ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এ বিষয়ে উপজেলা ভূমি অফিস কর্মকর্তা অনিমেষ বিশ্বাস সহকারী-কমিশনার (ভূমি) তালা, সাতক্ষীরা দৈনিক ইনকিলাবকে জানান, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনের কারনে প্রেসগুলোতে ব্যাপক চাপ থাকায় খাজনা আদায় রশিদ বহি ছাপানো সম্ভব হয়নি। ফলে এটা সরকারিভাবেই সরবরাহ বন্ধ, তারপরও বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক, কমিশনার অফিস এবং ভূমি মন্ত্রনালয়কে অবহিত করা হয়েছে, আশা করছি চলতি মাসের শেষের দিকে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ