Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শাহ আমানতে এবার যাত্রীর ব্যাগে ১১ কেজি স্বর্ণ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৩:৩৪ পিএম

বিমানের টয়েলেট থেকে ১২ কোটি টাকার স্বর্ণ উদ্ধারের চব্বিশ ঘণ্টার মাথায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট ফেরত এক বিমানযাত্রীর কাছ থেকে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে যাত্রী দিদারুল আলমকে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। বাংলাদেশ বিমানের বিজি-১২২ ফ্লাইটে মঙ্গলবার তিনি চট্টগ্রামে আসেন।
বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার নূর উদ্দিন মিলন সাংবাদিকদের জানান, দিদার ইমিগ্রেশন পার হওয়ার পর কাস্টমসের আনুষ্ঠানিকতা না সেরে দাঁড়িয়ে ছিলেন। আচরণে সন্দেহ হওয়ায় তার ব্যাগ তল্লাশি করে ৯৬টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার বারগুলোর ওজন ১১ কেজি ২০০ গ্রাম।
এর আগে সোমবার শাহ আমানতে আবুধাবি থেকে আসা বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২০০ সোনার বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। ২৩ কেজি ৪০০ গ্রাম ওজনের ওই সোনার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ