বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবদের দখলে থাকা সরকারি বাসা ছাড়তে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে নতুন করে মন্ত্রীসভায় যুক্ত হওয়াদের মধ্যে বরাদ্দ প্রাপ্তদের সরকারি বাসা বুঝিয়ে দিতে বলা হয়েছে নোটিশে। গতকাল সোমবার ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবসহ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী এ নোটিশ পাঠান।
জাতীয় সংসদের স্পিকার, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, গণ পূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ও সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় হাইকোর্টে এ বিষয়ে প্রতিকার চাওয়া হবে বলে জানান ব্যারিস্টার পল্লব। তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যরা তাদের জন্য বরাদ্দ করা বাসায় উঠতে না পেরে রাষ্ট্রীয় কাজের ক্ষতি হচ্ছে। তাই মন্ত্রিসভার সব সদস্যকে দ্রুত সরকারি বাসা বুঝিয়ে দিতে নোটিশ পাঠিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।