Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় আগুনে দগ্ধ মা ও ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

 ফতুল্লায় সিলিন্ডারের পাইপ লিকেজের আগুন থেকে দগ্ধ হয়েছিলেন তিন সন্তানসহ মা। শনিবারের এ ঘটনায় শিশু সন্তানসহ দগ্ধ মা মারা গেছেন। গতকাল সোমবার ভোরের দিকে মারা যান মা ফাতেমা বেগম। এরে আগে গত রোববার রাতে শিশু সন্তান সাফওয়ানের মৃত্যু হয়। এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অপর দুই সন্তান ফারিয়া (৯) ও রাফি (১১)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, অগ্নিকাÐের পর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছিলো। ফাতেমা বেগমের শরীরের ৯৪ শতাংশ পুড়ে গিয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল সোমববার ভোরে মারা গেছেন। এর আগে রোববার রাতে মারা গেছেন তার শিশু সন্তান সাফওয়ান।
ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের গিরিধারা এলাকার একটি বাড়ির চতুর্থ তলায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে ভাড়ায় থাকতেন আব্দুর রহিম। গত শনিবার রাতে রান্না করতে গেলে সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে অগ্নিকাÐের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হন ফাতেমা বেগম, তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)। এ সময় আব্দুর রহিম কর্মস্থলে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার পরপরই আশপাশের লোকজন আগুন নিভিয়ে মাসহ তার তিন সন্তানকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাসপাতাল চিকিৎসকেরা জানিয়েছেন, ফাতেমা বেগম ও তার তিন সন্তানের অবস্থা আশঙ্কাজনক ছিলো। তাদের চারজনের শরীরই ৯০ থেকে ৯৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ফাতেমা ও তার শিশু সন্তান সাফওয়ানের মৃত্যু হয়েছে। অপর দুই সন্তান ফারিয়া ও রাফি চিকিৎসাধীন আছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ