Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যতদিন ওহিভিত্তিক শিক্ষা থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

 ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, যতদিন ইসলামী তথা ওহীভিত্তিক শিক্ষা ব্যবস্থা টিকে থাকবে, ততদিন দুনিয়া টিকে থাকবে। যখন ওহী শিক্ষা ব্যবস্থা উঠে যাবে, তখনই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন ইসলাম বিরোধী এনজিওগুলো ইসলামী শিক্ষার বিরুদ্ধে চক্রান্ত করছে। তারা মক্তবভিত্তিক কুরআনী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ইসলাম ও কুরআনী শিক্ষা ব্যবস্থাই প্রকৃত আলোকিত মানুষ তৈরি করতে পারে। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও ইসলামী শিক্ষা বাধ্যতামূলক না থাকায় শিক্ষার্থীরা নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনিত। এমতাবস্থায় শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করলে নৈতিকতা বিবর্জিত মানুষগুলো ইসলামের সুমহান আদের্শ ফিরে আসতে পারে।
গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশাল দোয়া মাহফিলে প্রধান অতিতিল বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিণœ শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ওলামা হযরতদেরকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য উর্বর ভূমি। দেশের আপামর তৌহিদী জনতা ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। দক্ষ যোগ্য আত্মত্যাগী দায়িত্বশীলদেরকে কোরবানির বদৌলতে এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। আর নেতৃত্বের জন্য উপযোগী হলেন ওলামা হযরত। তাই ওলামা হযরতকে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত জেলা শুরা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা নূরুল করীমের পরিচালনায় অনুষ্ঠিত শুরা সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ