Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমি জবরদখলের পাঁয়তারা

পটিয়ায় নিষেধাজ্ঞা অমান্য

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

পটিয়া পৌরসদরের আবদুস ছোব্হান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম গেটের পাশে সাড়ে ৭শতক ভূমি একটি মহল জবর দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছদু তালুকদার বাড়ির আনছারুল ইসলাম বাবুল নামের এক ব্যক্তি এ অভিযোগ করেন। তিনি জানান ২০১৭ সালে উক্ত ভূমি ক্রয় করে ভোগ দখলে রয়েছে। তার নানী মেহেরুন্নেচ্ছার উক্ত সম্পত্তি কতিপয় লোকজন কয়েকবার দখলের চেষ্টা চালালে মেহেরুন্নেচ্ছা বাদী হয়ে ২০১৬ সালে পটিয়া সিনিয়র প্রথম সহকারী জজ আদালতে অপর-২৪৬নং একটি মামলা দায়ের করেন। উক্ত ভূমিতে কোন প্রকার জবর দখল ও রূপ পরিবর্তন না করার জন্য আদালতে নিষেধাজ্ঞার প্রার্থনা করলে আদালত বিগত ২৫/০৯/২০১৬ইং তারিখের ৫নং আদেশে বাদী মেহেরুন্নেচ্ছা ও বিবাদী মরিয়ম বেগম গং সহ পক্ষদয়ের মধ্যে স্থিতি বস্থা বজায় রাখার আদেশ দেন। এছাড়া উক্ত মামলায় আপত্তি দাখিল সাপেক্ষে শুনানির জন্য বলা হয়। কিন্তু বিবাদী পক্ষ কোনো প্রকার আপত্তি দাখিল না করে জোর পূর্বক উক্ত জায়গা জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে বিবাদী পক্ষের কতিপয় ব্যক্তি কিছু বখাটে লোকজন নিয়ে উক্ত ভূমিতে গত রবিবার বিকালে হানা দিয়ে ভ‚মিতে রক্ষিত সাইনবোর্ড ভেঙ্গে দেয় এবং জোর পূর্বক ঘেড়াবেড়া দেওয়ার চেষ্টা করে। বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানানো হয়েছে। তারা যেকোন মূহুর্তে ভূমি জবর দখলের পায়ঁতারা চালাছে। আনছারুল ইসলাম বাবুল জানান উক্ত সম্পত্তির মালিক তার নানী মেহেরুন্নেচ্ছা ও তার দুই ছেলে এক মেয়ে। তাদের থেকে বাবুল ২০১৭ সালে সাড়ে ৭শতক জায়গা ক্রয় করে ভোগদখল করে আসছে। এব্যাপারে আনছারুল ইসলাম বাবুল প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ