রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত ১ এপ্রিল বিকেলে সোনাগাজী পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ইমাম উদ্দিন (৪০) ও যুবলীগ কর্মী ফয়েজ উল্লাহ (২১)কে হত্যার উদ্দেশ্যে হামলা করে যুবদল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন আহত ইমাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় ইমাম উদ্দিন ইন্তেকাল করেন বলে জানান তার ভাই মো. শামীম। শামীম আরও জানান, তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে বাঁচানো যায়নি। সে উত্তর চর ছান্দিয়া গ্রামের মাঝি বাড়ির আবু তাহেরের ছেলে। আহত ফয়েজ উল্লাহ ফেনীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আলম জানান, দুজনের মাথা ও শরীরে মারাত্মক জখম ছিল। এ ঘটনায় পরদিন (২ এপ্রিল) আহত ফয়েজ বাদি হয়ে আরিফ, নুর নবী, আবছার, জসিম উদ্দিনও নয়নকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।