বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার দুর্নীতিবাজ, ঘুষখোর সেটেলমেন্ট অফিসার আরিফুর রহমান ও এসও মনতাজ আলীর দৃষ্টান্তমূলক শাস্তি, অবিলম্বে সকল জমির ভ‚য়া রেকর্ড সংশোধন করা, ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দেয়া ও হয়রানী বন্ধ করা এবং সকল ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার দাবীতে ধুনট সেটেলমেন্ট অফিস ঘেরাও কর্মসূচী পালিত হয়। এর আগে স্থানীয় শহীদ মিনারে জমায়েত হয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে।
ঘেরাও কর্মসূচী চলাকালে মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা আমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) নেতা রঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আব্দুল হাই, দিদারুল ইসলাম দিদারসহ স্থানীয় ভুক্তভোগীদের কয়েকজন।
জমায়েতে বক্তারা বলেন, ধুনট-শেরপুর উপজেলার দায়িত্ব প্রাপ্ত সহকারি সেটেলমেন্ট অফিসার আরিফুর রহমান ও এসও মনতাজ আলীর দুর্নীতি ও অনিয়মের কারণে শত শত কৃষক ভ‚মি আইনের ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে বছরের পর বছর হয়রানির শিকার হচ্ছে। তারা অফিসে বসেই একজনের জমির রেকর্ড অন্য জনের নামে করে দিচ্ছে। এমনও ঘটনা ঘটেছে যাকে বাদী দেখিয়ে জমি নতুন করে রেকর্ড করা হয়েছে সে নিজেও ঘটনা সম্পর্কে কিছুই জানে না। এই দুর্নীতিপরায়ন কর্মকর্তারা ২০০৯ সালের মৃত ব্যাক্তিকেও ২০১৬ সালের একটি মামলার বাদী দেখিয়ে তার নামে জমি রেকর্ড করিয়েছে। পরবর্তিতে তা সংশোধনের নামে টাকা দাবী করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।