Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কাউসারের পরিবারকে ঢাবিতে ৯ লাখ টাকা অনুদান

বিশ^বিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম


 পুরানো ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাÐে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কাওসার আহমেদের জমজ শিশুর জন্য ৯ লাখ টাকা অনুদান দিয়েছে বিশ^বিদ্যালয় পরিবার। নিহত কাওসারের দুই জমজ সন্তান ও পরিবারকে সাহায্যের জন্য ‘ফান্ড ফর টুইনস’ নামে ফেসবুক গ্রæপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, বিভাগ এবং ব্যক্তিগত পর্যায়ে তহবিল সংগ্রহ করে শিক্ষার্থীরা। গতকাল রবিবার সংগৃহীত মোট ৯ লক্ষ টাকা (১ লক্ষ নগদ এবং ৮ লক্ষ এফডিআর) তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এসময় সেখানে কাউসারের বাবা খলিলুর রহমান ও কাউসারের দুই জমজ সন্তান মেহেজাবিন সারাহ ও জামিল আহমেদ সাফি ছিলেন। এদিন দুপুর দেড়টায় বিশ^বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আলী আক্কাসের উপস্থিতিতে অনুষদে এ টাকা হস্তান্তর করা হয়। সেখানে ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ