Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুলের স্বদেশ প্রত্যাবর্তন

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর জাহাজ সৈয়দ নজরুল মালেশিয়াতে অনুষ্ঠিতব্য খওগঅ-১৯ এবং ভারতের চড়ৎঃ ইষধরৎ ও থাইল্যান্ডের চযঁশবঃ বন্দরে শুভেচ্ছা সফর শেষে গতকাল সকালে বিসিজি বার্থ পতেঙ্গায় প্রত্যাবর্তন করে। জাহাজের অধিনায়ক হিসাবে ক্যাপ্টেন শেখ মোহাম্মদ জসিমুজ্জামান,(ট্যাজ), বিএসপি, পিসিজিএমএস, পিএসসি, বিএন এর নেতৃত্বে ১২ জন কর্মকর্তা, ১০৬ জন নাবিক এবং ১১ জন অসামরিক ব্যক্তি শুভেচ্ছা সফরে গমন করেন। জাহাজ পোতাশ্রয় প্রত্যাবর্তনের সময় প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হাসান, (এন), এনপিপি, পিএসসি বিএনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাহাজে কর্মরত সকল অফিসার ও নাবিকবৃন্দের পরিবারবর্গ বিসিজি বার্থ পতেঙ্গায় উপস্থিত থেকে প্রিয়জনদের আগমন উপলক্ষে অভিবাদন জানায়। জাহাজটি শুভেচ্ছা সফরের উদ্দেশ্যে গত ১৮ মার্চ ২০১৯ তারিখ পোতাশ্রয় ত্যাগ করে। এ সংক্রান্ত স্থিরচিত্র সংযুক্ত করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ