রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রেসক্লাবের তালা খুলে ভাঙচুর ও মালামাল লুটকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। গতকাল সকালে প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন মুক্তিযোদ্ধা, সামাজিক, সাস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন চলাকালে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক উপস্থিত হয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কাঁঠালিয়া প্রেসক্লাব সভাপতি সিকদার মো. কাজল ও সাধারণ সম্পাদক মো. মাসুউদুল আলম।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা।
গত ৪ এপ্রিল একদল সন্ত্রাসীরা কাঁঠালিয়া প্রেসক্লাব ভাঙচুর ও ল্যাপটপ-ক্যামেরাসহ মালামাল লুট করে।
এঘটনায় ১১জনকে আসমী করে রাতেই থানায় একটি মামলা দয়ের করেন প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।