Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় মেরাজুন্নবী (সা.) মাহফিল

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

পবিত্র মেরাজুন্নবী (সা.) মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন শান্তিরহাট শাখার উদ্যোগে গত শনিবার রাতে পূর্ব থানা মহিরা পিরান বিবি জামে মসজিদ মাঠে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ আলমগীর শাহরিয়ার সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হজরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। প্রধান বক্তা ছিলেন শেখ নূর মোহাম্মদ ছিদ্দিকী। বিশেষ বক্তা ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের কেন্দ্র নেতা আল্লামা ইলিয়াছ শাহ, মৌলনা মোরশেদুল হক কাদেরী, মৌলনা রেজাউল মোস্তাফা কায়ছার। এতে বিশিষ্ট পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও শিক্ষাবিদের উপস্থিতি ছিলেন। বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহতাআলা স্থান কালের উর্ধ্বে মানব জ্ঞানের অতীত অচিন্তনীয় উর্ধ্ব জগতে তাঁর একান্ত সান্নিধ্যে দূরত্ত¡হীন নৈকট্যে উপনীত করে তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাক্ষাত দানের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর প্রথম অতুলনীয় মহাপ্রকাশের চির গৌরবময় মহাউপলাখ পবিত্র ঈদে মেরাজ শরীফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ