Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি পেতে হবে: হানিফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ৭:৩১ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি আইনি বিষয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, তার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে আইনি প্রক্রিয়াতেই মুক্তি হতে হবে; রাজনৈতিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তি দেওয়ার সুযোগ নেই।

আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গতকাল শনিবার জামালপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে বিষয়টি বিবেচনা করবে সরকার। এর পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি আলোচনায় এসেছে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, সাধারণত দÐপ্রাপ্ত কারও আত্মীয়-স্বজন মারা গেলে তাকে শেষ দেখা, শেষকৃত্যের জন্য কিংবা অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, খালেদা জিয়ার ক্ষেত্রে তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ