Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইয়াহুকে ৩০০ কোটি ডলারে কিনতে চায় প্রতিষ্ঠানগুলো

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ভেরাইজন কমিউনিকেশন্সসহ অন্য কোম্পানীগুলো ২০০ কোটি থেকে ৩০০ কোটি ডলারে কিনতে চায় ইয়াহুর মূল ব্যবসা। এ অংক ইন্টারনেট পথিকৃতের জন্য হতাশাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সংশ্লিষ্টরা বলছেন, ইয়াহু নিলামে অংশ নেয়ার দৌড়ে টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে প্রাইভেট-ইকুইটি ক্রেতারা। এপ্রিলে ইয়াহু মূল ব্যবসা বিক্রির জন্য নিলামে দরপত্র আহŸান করে। মূল ব্যবসা ৪০০ কোটি থেকে ৮০০ কোটি ডলারে বিক্রি হবে বলে আশা ছিল সবার। এখনো অনেকে ইয়াহুর প্রধান ব্যবসার দর হাঁকছেন ২০০ কোটি থেকে ৩০০ কোটির বেশি ডলারে। নিলামের পরবর্তী ধাপে অংশ নেয়ার জন্য ইয়াহু সময়সীমা বেঁধে দিয়েছে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। এটাই চূড়ান্ত ধাপ কিনা, সে বিষয়ে প্রতিষ্ঠানটি স্পষ্ট কোনো কিছু জানায়নি। ইয়াহু অধিগ্রহণের দৌড়ে আরো রয়েছে বেইন ক্যাপিটাল, ভিস্তা ইকুইটি পার্টনার্স ও ইয়াহুর সাবেক প্রধান নির্বাহী (সিইও) রস লেভিনশন। কুইকেন্স লোনসের বিনিয়োগকারী ড্যান গিলবার্টও ইয়াহু অধিগ্রহণে আগ্রহী। এ কাজে তাকে আর্থিক সহায়তা দিতে চেয়েছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট। এখন কঠিন সময় অতিক্রম করছে একসময়ের ইন্টারনেট বিশ্বের নক্ষত্র। বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) রাজস্ব কমেছে প্রতিষ্ঠানটির। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইয়াহুর রাজস্ব গত বছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ কমে নেমেছে ৮৫ কোটি ৯৪ লাখ ডলারে। সিইও হিসেবে মারিসা মেয়ার ইয়াহুর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোম্পানীর রাজস্ব ১০০ কোটি ডলারের নিচে নামল। গত বছর ইয়াহু ‘মাভেনস’ নামের একটি নতুন সেবা চালু করেছিল। এটি একটি ফিন্যান্সিয়াল মেট্রিক। এর মাধ্যমে মোবাইল, ভিডিও, সামাজিক বিজ্ঞাপন সহজেই চিহ্নিত করা যায়। এ থেকে রাজস্ব এসেছে ৩৯ কোটি ডলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াহুকে ৩০০ কোটি ডলারে কিনতে চায় প্রতিষ্ঠানগুলো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ