Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতা থেকে আগত জাহাজের যাত্রীদের অভ্যর্থনা জানান নৌ-প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

কলকাতা থেকে পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গা গতকাল শনিবার নারায়ণগঞ্জের পাগলায় মেরিএন্ডারসন জেটিতে পৌঁছেছে। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাজের অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশস্থ ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, বিআইডবিøউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, বিআইডবিøটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস উপস্থিত ছিলেন। গত ২৯ মার্চ কলকাতা থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। ৩০ মার্চ খুলনার আংটিহারা বন্দরে জাহাজটি কাস্টম ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করে। মোংলা, বরিশাল, চাঁদপুর ও নারায়ণগঞ্জ হয়ে আজ বিকেলে পাগলাস্থ মেরিএন্ডারসন জেটিতে নোঙর করে। জাহাজটিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও অস্ট্রেলিয়ার ৬ জন পর্যটকসহ ১৯ জন যাত্রী এবং ৩০ জন ক্রু রয়েছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ