Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই বেড়েছে দ্বিগুণ

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : সান হোসে মার্কারি নিউজের নতুন এক পরিসংখ্যানে দেখা যায়, ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের পরিমাণ দ্বিগুণ বেড়েছে। ডবিøউএআরএন অ্যাক্ট বিশ্লেষণে দেখা গেছে, এ অঞ্চলের প্রধান চারটি এলাকা সান্তা ক্ল্যারা, সান মাতিও, আলামেদা ও সান ফ্রান্সিসকোয় ২০১৬ সালের প্রথম প্রান্তিকে প্রযুক্তি খাতে ৩ হাজার ১৩৫ জন কর্মী ছাঁটাই করা হয়েছে। ২০১৫ সালের প্রথম প্রান্তিকে তা ছিল ১ হাজার ৩৩০ জন। কর্মী ছাঁটাইয়ের দিক থেকে প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হচ্ছে সার্ভেমাংকি, টিভো, জেনেফিটস, ইয়াহু, ট্যাঙ্গোমি, অটোডেস্ক ও গোপ্রো। ক্যালিফোর্নিয়াভিত্তিক এ নীতি অনুসারে, যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানে ৭৫ জনের বেশিসংখ্যক কর্মী রয়েছে। সেক্ষেত্রে ছাঁটাইয়ের অন্তত ৬০ দিন আগে কর্মীদের নোটিশ দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু অপেক্ষাকৃত ছোট প্রতিষ্ঠানগুলো এ নিয়মের বাইরে থাকে। এজন্য মনে করা হচ্ছে, ছাঁটাইয়ের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। ছাঁটাইয়ের পরিমাণ দ্বিগুণ হলেও মার্কারি নিউজের ভাষ্যমতে, ২০১৫ সালের মার্চ থেকে পরের এক বছরে ১ লাখ ২ হাজার ৬০০ কর্মী প্রযুক্তি খাতে বিভিন্ন প্রতিষ্ঠানে নিযুক্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই বেড়েছে দ্বিগুণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ