Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টেলিসামাদ আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টেলিসামাদ আর নেই। গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিললাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গণসহ সংস্কৃতি অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার রাত ১টার দিকে টেলি সামাদকে স্কয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ্য অবস্থায় ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই জনপ্রিয় এই অভিনেতা বিভিন্ন ধরনের অসুখে ভুগছিলেন। টেলি সামাদকে এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয়। এ ছাড়া গত বছরের ২০ অক্টোবর তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতে জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল। গত বছরের ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। তখন চিকিৎসকরা বলেছিলেন, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে। তিনি বুকে ইনফেকশন ও ডায়াবেটিসে ভুগছিলেন। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিল। সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়া পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি। টেলি সামাদের জন্ম ১৯৪৫ সালের ৮ জানুয়ারি, মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায়। তার আসল নাম আবদুস সামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলিসামাদ ছিলেন অভিনয়ের পাগল। অভিনয়ের এই নেশা থেকেই ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ ছবি জিরো ডিগ্রি মুক্তি পায় ২০১৫ সালে। শেষ জীবনে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। সারাদিন বাসাতেই থাকেন। টিভি দেখতেন, ছবি আঁকতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ