Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

পটুয়াখালী জেলার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায় ধারণ করা হয় এবারের ইত্যাদি। বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। পেছনে সমুদ্র আর দু’পাশে অর্ধ শতাধিক মাছ ধরার নৌকা রেখে কুয়াকাটার ঐতিহ্যে তুলে ধরে নির্মিত মঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ইত্যাদি। বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। পটুয়াখালী ও কুয়াকাটার আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্যভিত্তিক প্রতিবেদনসহ, সদর উপজেলার নন্দীপাড়ার আবদুর রাজ্জাক বিশ্বাসের সাপের খামারের উপর রয়েছে একটি প্রতিবেদন। ১৯৯৫ সালের ২৯ সেপ্টেম্বর প্রচারিত ইত্যাদিতে পটুয়াখালী জেলার বাউফলের ধুলিয়া গ্রামের মোতালেবের বর্তমান গ্রাম উন্নয়ন কর্মকান্ড এবং সিরাজগঞ্জ ও যশোর জেলার দুটি গ্রামে কৃত্রিম ও প্রাকৃতিক উপায়ে মধু আহরণের উপর রয়েছে দু’টি ব্যতিক্রমী প্রতিবেদন। সবশেষে কুয়াকাটার নবীনপুর গ্রামের সাগর বন্ধু মন্নান মাঝির নিঃস্বার্থ মানবিক কর্মকান্ডের উপর একটি প্রতিবেদন। বিদেশি পর্বে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার বিধানিক রাজধানী কেপটাউনে অবস্থিত পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য টেবিল মাউন্টেনের উপর একটি বিশেষ প্রতিবেদন। এবারের ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও বিভিন্ন জেলাকে নিয়ে গান পরিবেশনের ধারাবাহিকতায় এবারে পটুয়াখালীকে নিয়ে লেখা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পটুয়াখালীরই স্থানীয় নৃত্যশিল্পীবৃন্দ। নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কস্মেটিকস্ এর সৌজন্যে। একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ