Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপের শুভেচ্ছাদূত জয়া আহসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

‘এগিয়ে যাওয়ার নেই মানা’-এই স্লোগানকে সামনে রেখে আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৯)। এবারের টুর্নামেন্টে শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান। জয়া আহসান বলেন, একজন শিল্পী হিসেবে আমার বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা থাকে। অনুর্ধ্ব-১৯-এ যেসব খেলোয়াড়রা অংশ নিচ্ছেন, তারা প্রত্যেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা, আন্তরিকতা, সততা ও মেধার জোরে উঠে এসেছেন। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তেমনি তাদের গল্প আমাকেও অনুপ্রেরণা জোগাবে। আমি নিশ্চিত তাদের প্রত্যেকের গল্প শুনে একজন অভিনয়শিল্পী হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও আরো অনেক বেশি ঋদ্ধ হবো। সমৃদ্ধ হবো। তাছাড়া এই আয়োজনের সঙ্গে যে নাম, অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নাম জড়িয়ে আছে, সেটিও আমার জন্য অনেক বেশি গর্বের। আমি বরাবরই আমাদের বঙ্গমাতাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। জয়া আহসান জানান, বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯-এর বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা যাবে। যেমন: কিশোরী খেলোয়াড়দের তিনি উৎসাহ জোগাবেন। তাদের পাশে থাকবেন এবং গ্যালারিতে বসে তাদের খেলা দেখবেন। জয়া আজসান বলেন, শুধু শুভেচ্ছাদূত হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে সবাইকে আহ্বান জানাই, আপনারা আসুন, গ্যালারিতে বসে আমাদের মেয়েদের উৎসাহ দিন। আপনার হাততালি তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কিছু করতে, নতুন ইতিহাস গড়তে সাহায্য করবে। এদিকে সম্প্রতি জয়া আহসান অভিনীত ওপার বাংলার ছবি কণ্ঠ’র প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে এটিই জয়া আহসানের প্রথম চলচ্চিত্র। আসছে মে তে মুক্তি পাবে ‘কণ্ঠ’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ