Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখী টেলিভিশনে শিশু-কিশোরদের ধারাবাহিক হ্যাপী লজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বেশাখী টেলিভিশনে শুরু হয়েছে শিশু-কিশোরদের জন্য ধারাবাহিক নাটক ‘হ্যাপী লজ’। প্রতি শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৬ টায় প্রচার হয় এটি। সাঈদ রিংকুর পরিচালনায় নাটকের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন আলমগীর কবির। নবাগত একঝাক শিশু কিশোর ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুষমা সরকার, অলিভি, সৌজন্য অধিকারী, আলমগীর কবির, কামাল বায়েজিদ, সুভাশীষ ভৌমিক, শতদল বড়–য়া বিলু, জাহাঙ্গীর, রিয়াজ প্রমুখ। শিশু কিশোর ধারাবাহিক নাটক নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এদের মধ্য থেকেই কেউ কেউ দেশের নেতৃত্ব দিবে। তাই তাদের মনন ও মেধা বিকাশে সবার এগিয়ে আসা উচিৎ। নির্মল বিনোদনের মাধ্যমে শিশুরা যাতে নৈতিকতা শিখতে পারে সে জন্যই আমাদের এ উদ্যোগ। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শিশুদের কথা মাথায় রেখে খুব শীঘ্রই আমরা বাংলায় ডাবকৃত মজার মজার কার্টুন ছবি প্রচার করব-যা বৈশাখী টিভির দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ