প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার জন্য তার প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার মালিকানাধীন গোএয়ারের বিমানে ভ্রমণ নিষিদ্ধ করেছেন। গত মাসে প্রীতির কিংস ইলেভেন টিম গোএয়ারের একটি ফ্লাইটে চন্ডীগড় যাচ্ছিল। তার টিম বিমানবন্দরে পৌঁছার পর একজন কর্মী জানায় তাদের বোর্ডিং পাস দেবার পর তা ফিরিয়ে নেয়া হয় কিছুক্ষণের মধ্যে। বিমানবন্দর পৌঁছে প্রীতি নিজেই এর কারণ জানতে চাইলে তাকে জানান হয়, তাদের কাছে এমন কঠোর নির্দেশ আছে প্রীতির জন্য যাতে গোএয়ারে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। প্রীতি বলেন, “গোএয়ারের বিমানগুলোর মালিক সরকার, নেস নয়। সে মালিকদের একজন হতে পারে কিন্তু কোন যাত্রী গোএয়ারের ফ্লাইটে ভ্রমণ করতে পারবে কী পারবে না তার সিদ্ধান্ত দেয়ার অধিকার তার নেই। নেস সম্প্রতি খুব হীন আচরণ করছে, এমন পরিস্থিতি সে এড়াতে পারত।” পরে বিমানবন্দর কর্মকর্তারা কয়েকটি ফোন করে বিষয়টি সুরাহা করে এবং শেষ মুহূর্তে প্রীতির টিম বিমানে উঠতে সক্ষম হয়। জানা গেছে মাস তিনেক আগেই নেসের এমন নিষেধাজ্ঞার কথা জেনেছিলেন প্রীতি, তবে তা তিনি তেমন করে গুরুত্ব দেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।