Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গান নিয়ে আসছে অ্যাবা

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

কিংবদন্তীর সুইডিশ ব্যান্ড অ্যাবার বিয়ন উলভেয়াস জানিয়েছেন ভক্তরা এই বছরের শেষে তাদের নতুন গান শুনতে পাবে। ৩৭ বছর আগে চার সদস্যের জনপ্রিয় ব্যান্ডটি ভেঙে যায়। ব্যান্ডটির অন্য তিন সদস্য হলেন- অ্যানি-ফ্রিড লিংস্টাড, অ্যাগনেথা ফল্টস্কগ এবং বেনি অ্যান্ডারসন। তাদের শেষ গানটি ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল। ডেনমার্কের ট্যাবলয়েড একস্ট্রা ব্লাডেটকে দেয়া সাক্ষাতকারে উলভেয়াস এই বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন এই গানটি বিমুক্ত করা হবে। তিনি বলেন গ্রুপের সদস্যদের সাজে নতুন মিউজিক ভিডিওটি নির্মাণে অনেক সময় লেগে গেছে এবং বিভিন্ন কারণে গান বিমুক্ত করা বিলম্বিত হয়েছে। অ্যাবার ‘ওয়াটারলু’ গানটি ১৯৭৪ সালে ইউরোভিশন সং কনটেস্টে জয়ী হয়। ১৯৭০-এর দশকে ‘ডান্সিং কুইন’সহ তাদের অনেকগুলো গান সুপারহিট হয়। ১৯৮২ সালে তারা ব্যান্ড থেকে আলাদা হয়ে যান। ১৯৮১’র ‘দ্য ভিজিটর্স’-এর পর অ্যাবার নতুন কোনও অ্যালবাম মুক্তি পায়নি এবং ১৯৭৯-৮০’র ‘অ্যাবা : দ্য ট্যুর’-এর পর তারা সফরও করেননি। গত বছর ঘোষণা দেয়া হয় অ্যাবা ‘আই স্টিল হ্যাভ ফেইথ ইন ইউ’ এবং ‘ডোন্ট শাট মি ডাউন’ শীর্ষক দুটি গান রেকর্ড করেছে। গানগুলো নিয়ে উলভেয়াস বলেছেন,” আমি গান দুটি নিয়ে গর্ব করি। একটি ৭০ দশকের গানের মত অন্যটি সময়োত্তীর্ণ।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ