Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উলিপুরে জমি নিয়ে ভাই ভাই সংঘর্ষ

বড় ভাই আটক

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

কুড়িগ্রামের উলিপুরে জমি জমা নিয়ে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট দুই ভাই গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ একজনকে আটক করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার কিশোরপুর গ্রামে।
আহতের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর কুমারপাড়া গ্রামের হাসান উদ্দিন সরকারের পুত্র জাকির হোসেন ও সুজাউদ্দৌলার মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ছোট ভাই সুজাউদ্দৌলা (৪২)র অভিযোগ বড় ভাই জাকির হোসেন (৫০) পৈত্রিক সম্পত্তির এক একর পচাঁশি শতাংশ জমি জাল দলিল করে ছোট ভাইদের ঠকিয়ে নেয়।
এ ঘটনায় আদালতে মামলা চলাকালে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যস্থায় গত শুক্রবার কিশোরপুর কুমারপাড়া গ্রামে নিজ বাড়িতে শালিস বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই জাকির হোসেন ও তারপুত্র আশরাফুল ইসলাম (২৮), ইমরান (২৩)সহ অন্যান্যরা অতর্কিতভাবে সুজাউদ্দৌলা ও আব্দুর রশিদের উপর হামলা চালিয়ে দুইজনকে গুরুত্বর আহত করেন। পরে স্বজনরা দুপুরে তাদের উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন রাতে আহত সুজাউদ্দৌলার স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পর গতকাল শনিবার পুলিশ মূল আসামী জাকির হোসেনকে আটক করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফকরুল আলম বলেন, আহত সুজাউদ্দৌলা ও আব্দুর রশিদের মাথায় ও মুখে জখমের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, জমি জমা নিয়ে সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ