Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

লক্ষীপুরে চোরের উপদ্রব

সর্বত্র জনমনে চুরি আতঙ্ক

লক্ষীপুর থেকে এস এম বাবুল (বাবর) | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

লক্ষীপুরে চোরের উদ্রব বৃদ্ধি পেয়েছে। জেলার কমলনগর, রামগতি, রায়পুর, লক্ষীপুর সদর এবং রামগঞ্জ উপজেলায় ব্যাপক হারে চুরি বৃদ্ধি পেয়েছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানেও একের পর এক চুরি সংঘটিত হওয়ায় জেলার সর্বত্র জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে। বাসাবাড়ি, দোকানপাঠ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে চুরি সংঘটিত হওয়ায় ব্যবসায়ী ও সাধারণদের মাঝে চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অধিকাংশ চুরির ঘটনায় থানায় কোন মামালা হয়না, দু’একটি থানায় মামলা হলেও পুলিশ চুরিকৃত মালামাল উদ্ধার ও প্রকৃত চোরকে চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল দিবাগত রাতে রামগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাঙ্ক ও কমলনগরের চরবসু এসইএসডি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রামগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকে চুরির ঘটনা প্রসঙ্গে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম জানান, চুরির ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।
অপর দিকে ২ এপ্রিল রাতে লক্ষীপুর সদর উপজেলার দিঘলী উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল পাঁচটি আলমিরা ভাঙচুর করে দলিল, ল্যাপটপ ও প্রায় একলাখ টাকা নিয়ে যায়। একই রাতে কমলনগরের তোরাবগঞ্জ, চরমার্টিন এবং চর লরেঞ্চ এলাকায় অন্তত ৬টি বাড়িতে চুরি হয়েছে। গত সোমবার রাতে কমলনগরের তোরাবগঞ্জ এলাকা থেকে একজন চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। অপর ঘটনায় ২ এপ্রিল রাতে লক্ষীপুর সদর উপজেলার ঝাউডগি গ্রামের পাটোয়ারী বাড়িতে ডাকাতেরগুলিতে মোসলেহ উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তাঁর পরিবারের আরও তিনজনকে কুপিয়ে জখম করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেন ডাকাতের দল। চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ