রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নিখোঁজের চারদিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি ঝালকাঠির নলছিটির ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া মণি আক্তারের (১২)। গত ৩ এপ্রিল বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় পরের দিন নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন রিয়া মণির বাবা মোয়াজ্জেম খান। রিয়া মণি টেকেরহাট গ্রামের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
রিয়ার স্বজনরা জানায়, গত ৩ এপ্রিল সকাল সাড়ে ৮ টার দিকে নলছিটির টেকেরহাট গ্রামের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে রিয়ার বাবা ও মা নিকটাতœীয়দের সঙ্গে যোগাযোগ করেও সন্ধান পায়নি। ৪ এপ্রিল রিয়ার বাবা মোয়াজ্জেম খান নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।