পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিদেশীদের খুশি রাখতে সরকার অবৈধ চুক্তিতে মদদ দিচ্ছে। ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য এশিয়া এনার্জির সাথে চীনা কোম্পানীর চুক্তিতে মদদ দিয়ে যাচ্ছে সরকার। ফুলবাড়ীর মানুষের প্রাণের দাবীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যুৎ উৎপাদনের নামে এসব ধ্বংসাত্মক পদ্ধতি ব্যবহার ও লুটেরা উপনিবেশদের অবৈধ বাণিজ্যিক সুবিধা দিয়ে একের পর এক চুক্তি নবায়নের সরকারী মদদ, অসৎ রাজনীতিবিদদের স্বার্থ হাসিলের হাতিয়ার বলে উল্লেখ করেন অধ্যাপক আনু মোহাম্মদ। গতকাল শুক্রবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে উত্তরাঞ্চল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিনিধি সম্মেলনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উপজেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ আরও বলেন, চীনের নামে বিভিন্ন সময় বদনাম করা বর্তমান সরকার চীনকেই সর্বোচ্চ সুবিধা দিচ্ছে কারণ চীন অসৎ রাজনীতিবিদদের বেশী পরিমাণ কমিশন দেয়। আগ্রাসী ভ‚মিকায় অন্যতম চীনের কাছে বর্তমান সরকার কমিশন সুবিধা নিয়ে ব্যবসায় সুযোগ করে দিচ্ছে। এর আগেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ভারত এবং রাশিয়াকে বাণিজ্যের সুযোগ করে দিয়েছে। সরকার এখন বাংলাদেশের জনগণ ছাড়া অন্যরা যা চাচ্ছে তাই দিচ্ছে। কারণ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিদেশীদের খুশি রাখার বিকল্প নেই। আর এ সুযোগকে কাজে লাগিয়ে এশিয়া এনার্জির মত একটি মুনাফালোভী কোম্পানী শেয়ার বিক্রির মাধ্যমে দেশী-বিদেশী কোম্পানীর সাথে চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা যেকোনভাবেই উম্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায়। তিনি বলেন, উন্নয়নের নামে এসব ধ্বংসাত্মক কার্যক্রম কোনভাবেই মেনে নেবে না দেশের মানুষ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তানজীমুউদ্দিন খান, প্রকৌশলী মাহাবুব সুমন, প্রকৌশলী কল্লোল মোস্তাফা, শিল্পী বিথি ঘোষ, মোশাররফ হোসেন নান্নু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় গণফ্রন্টের কাফি রতন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা শুভ্রাংশ চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুরাদ মোরশেদ। ফুলবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু, জয়প্রকাশ গুপ্ত, সঞ্জিত প্রসাদ জিতু, নাজার আহম্মেদ, শফিকুল ইসলাম সিকদার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।