Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে তিন ওষুধ দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

 গোপালগঞ্জের কোটালীপাড়ায় তিনটি ওষুধের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।সহকারী পরিচালক শামীম হাসান জানান, অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৫১ ও ৪০ ধারায় কোটালীপাড়া উপজেলার সিকির বাজার এলাকার গৌতম মেডিকেল হলকে ৫ হাজার, মেসার্স বাংলাদেশ মেডিকেলকে ৫ হাজার ও পদ্মা মেডিসিন কর্ণারকে ৫ জাহার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে গোপালগঞ্জের ওষুধ তত্ত¡াবধায়ক মহেশ্বর কুমার মন্ডল ও কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান ওই কর্মকর্তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ