Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

এমআইএসটিতে রোবোলিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আইএসপিআর | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দেশের সর্ববৃহৎ রোবোট সংক্রান্ত প্রতিযোগিতা রোবোলিউশন-২০১৯ শুক্রবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইন্সষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-তে অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মোঃ মাহফুজুর রহমান সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ডান্ট কমডোর এম মুনির হাসান, ইইসিই বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল একেএম নজরুল ইসলাম, এমআইএসটি রোবোটিক ক্লাবের প্রেসিডেন্ট মোঃ রেদোয়ানুল আলম রিয়াদ উপস্থিত ছিলেন। পিএসও, এএফডি উদ্বোধনীশেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএসপিআর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ